Sunday, January 11, 2026

লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠের চেষ্টা, অভিযোগ মমতার

Date:

Share post:

সিসিটিভি বন্ধ করে, লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠ করার চেষ্টা করেছে ওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই অভিযোগ এনেছে জেলা তৃণমূল নেতৃত্বও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে স্ট্রং রুমে তৃণমূলকে নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে দু-ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। জেলা প্রশাসন এই অভিযোগ পেয়ে এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসন আমাদের দাবি মেনে দু-ঘণ্টার সিসিটিভি ফুটেজ দলের প্রতিনিধিদের দেখার বন্দোবস্ত করে দিয়েছে ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে তৃণমূল প্রতিনিধিদের রবিবার রাতে থাকতে বাধা দিয়েছিল। স্ট্রং রুমের বাইরে এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এর দু-ঘণ্টা পরে তৃণমূল কর্মীদের মনিটরের সামনে নজরদারির অনুমতি দেওয়া হয়। তবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছিলেন সেই দু-ঘণ্টার ভিডিও ফুটেজ তারা দেখতে চান। সেই মতো সংশয় দূর করতে তৃণমূল প্রতিনিধিদের ওই দু-ঘণ্টার ফুটেজ দেখানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে , প্রতিদিন জেলা নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা স্ট্রং রুম পরিদর্শন করছেন। এছাড়াও পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজেও পরিদর্শন করছেন স্ট্রং রুম। জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দিষ্ট দিনে স্ট্রংরুমগুলি সিসিটিভি ক্যামেরার আওতায় কতটা নিরাপত্তায় আছে তা দেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ উপস্থিতিতে এই ফুটেজ দেখানো হবে।




spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...