Tuesday, November 11, 2025

লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠের চেষ্টা, অভিযোগ মমতার

Date:

Share post:

সিসিটিভি বন্ধ করে, লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠ করার চেষ্টা করেছে ওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই অভিযোগ এনেছে জেলা তৃণমূল নেতৃত্বও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে স্ট্রং রুমে তৃণমূলকে নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে দু-ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। জেলা প্রশাসন এই অভিযোগ পেয়ে এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসন আমাদের দাবি মেনে দু-ঘণ্টার সিসিটিভি ফুটেজ দলের প্রতিনিধিদের দেখার বন্দোবস্ত করে দিয়েছে ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে তৃণমূল প্রতিনিধিদের রবিবার রাতে থাকতে বাধা দিয়েছিল। স্ট্রং রুমের বাইরে এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এর দু-ঘণ্টা পরে তৃণমূল কর্মীদের মনিটরের সামনে নজরদারির অনুমতি দেওয়া হয়। তবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছিলেন সেই দু-ঘণ্টার ভিডিও ফুটেজ তারা দেখতে চান। সেই মতো সংশয় দূর করতে তৃণমূল প্রতিনিধিদের ওই দু-ঘণ্টার ফুটেজ দেখানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে , প্রতিদিন জেলা নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা স্ট্রং রুম পরিদর্শন করছেন। এছাড়াও পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজেও পরিদর্শন করছেন স্ট্রং রুম। জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দিষ্ট দিনে স্ট্রংরুমগুলি সিসিটিভি ক্যামেরার আওতায় কতটা নিরাপত্তায় আছে তা দেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ উপস্থিতিতে এই ফুটেজ দেখানো হবে।




spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...