Sunday, January 11, 2026

ভোট প্রচারে হাতিয়ার ‘ধর্ম’! মোদির ‘জুমলাবাজি’র সমালোচনা বিদেশি সংবাদমাধ্যমে

Date:

Share post:

কাজে লবডঙ্কা! কিন্তু মুখে মিথ্যা উন্নয়নের বুলির ফোয়ারা। লোকসভা ভোট (Loksabha Election) শুরু হতেই একের পর এক সভায় লাগাতার ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভাজনের প্রচার চালাতে মরিয়া কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। আর সেই পথেই ধর্মীয় মেরুকরণের রাস্তায় হেঁটে সংখ্যালঘুদের লাগাতার আক্রমণের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে মোদি সরকারকে। সে ঘৃণা ভাষণই হোক বা মিথ্যা অপপ্রচার ভোটের ময়দানে দেশবাসীকে বোকা বানিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত হেনে লোকসভার বৈতরণী পার করার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)-সহ বিরোধীরা সরব হলেও জাতীয় নির্বাচন কমিশন‌ (Election Commission of India) একেবারেই নীরব। কিন্তু মোদি সরকারের এই বিভাজন ও ভাঁওতাবাজির রাজনীতির সমালোচনায় সরব আমেরিকা-সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম। লোকসভা ভোট চলাকালীন আচমকা বিদেশি সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে অস্বস্তি বাড়ছে মোদি সরকারের।

 

লোকসভা ভোটের প্রচারে মোদির মুখে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য নিয়ে দু’দিন ধরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিদেশের একাধিক সংবাদমাধ্যমে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস-এ একটি নিবন্ধে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি যখন বলছেন, বিরোধীরা ক্ষমতায় এলে দেশের সম্পদ অনুপ্রবেশকারীরা নিয়ে নেবে, তখনই স্পষ্ট হয়ে যাচ্ছে তাঁর সঙ্গে ভোটারদের সংযোগ যতটা ঘনিষ্ঠ মনে হয়েছিল, বাস্তবে ছবিটা কিন্তু একেবারে আলাদা। ইতিমধ্যে মোদির জুমলাবাজির আসল তথ্য সামনে এনে রাজীব গান্ধী ঘনিষ্ঠ প্রবীণ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা এক্স হ্যান্ডেলে একাধিক বিদেশি সংবাদমাধ্যমে ভারতের নির্বাচন এবং মোদি বিরোধী মন্তব্যগুলি তুলে ধরেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভারতের লোকসভা ভোট ২০২৪ বিদেশি পত্রিকার শিরোনাম। সেখানে যে তালিকা তিনি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে ‘ভারতের মোদিফিকেশন সমাপ্ত।

তবে শুধু নিউ ইয়র্ক টাইমস বা টাইম ম্যাগাজিন নয়, ইকোনমিস্ট পত্রিকাতেও প্রধানমন্ত্রী মোদির আসল স্বরূপ তুলে ধরে বলা হয়েছে, নরেন্দ্র মোদির অনুদারতা ভারতের অর্থনৈতিক প্রগতিকে রুদ্ধ করতে পারে। পাশাপাশি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ভারতের নির্বাচন- গণতন্ত্রকে ভালোরকম আঘাত করে, জয়ের রাস্তা প্রশস্ত করছে বিজেপি। যদিও প্রধানমন্ত্রী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের এমন ঘৃণাভাষণমূলক মন্তব্যের সমালোচনায় প্রথম থেকেই সরব তৃণমূল। ইতিমধ্যে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। এবার বিদেশের একাধিক সংবাদমাধ্যম মোদির ‘জুমলাবাজির’ বিরুদ্ধে সরব।

spot_img

Related articles

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...