Sunday, January 11, 2026

রাহুল নাকি রবার্ট, আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? রাহুল গান্ধীর (Rahul Gandhi)নামের পাশাপাশি গান্ধী পরিবারের জামাইয়ের নামে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা। বিজেপি এই আসনে স্মৃতি ইরানিকে প্রার্থী করেছে কিন্তু কংগ্রেসের অন্দরে এখনও প্রার্থী বাছাই নিয়ে টানাপড়েন চলছে। এ হেন পরিস্থিতিতে এবার আমেঠিতে কংগ্রেসের (Congress party office in Amethi)কার্যালয়ের বাইরে গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার (Robert Vadra)নামে পোস্টার পড়ল। সেখানে নাকি দাবি করা হয়েছে, আমেঠির মানুষ রবার্টকেই চাইছেন। গত সপ্তাহে গাজিয়াবাদে সাংবাদিকরা রাহুলকে আমেঠিতে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করলে সোনিয়া তনয় সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। বরং তিনি জানান এই ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্ত নেবেন। এবার হাত শিবিরের কার্যালয়ের বাইরে রবার্ট বঢরার নামে পোস্টার আরও একবার দলের কোন্দল স্পষ্ট করে দিল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট দিন কয়েক আগে নিজেই প্রার্থী হওয়ার দাবি করেছিলেন। তাঁর কথায় অনেক দিন ধরেই তিনি সোনিয়া কন্যার সঙ্গে আমেঠিতে কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। জনসেবামূলক কাজ করেছেন। তাই সেখানকার মানুষ চাইছেন, তিনি যেন রাজনীতিতে যোগ দেন। এরপরই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাহলে কি রাহুল আর রবার্টের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেস সেই নিয়ে সমর্থকদের মতো দলীয় বিভাজন বাড়ছে? উত্তরপ্রদেশে কংগ্রেস অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে লড়ছে। অখিলেশ চান, রাহুল ফের আমেঠি থেকে লড়ুন। শেষপর্যন্ত কাকে টিকিট দেওয়া হয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...