Tuesday, November 11, 2025

টাকা দিয়ে টিকিট কিনেছেন কবীর শংকর? শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল

Date:

Share post:

এবার বেকায়দায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস। সোশ্যাল মিডিয়ায় একটি ফোন কলের অডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন জনৈক ব্যক্তির সঙ্গে বিজেপি প্রার্থীর হিন্দিতে কথোপকথন রয়েছে।অপরীক্ষিত ওই ফোন কলে কবীর শংকর বোসকে বলতে শোনা যাচ্ছে, প্রার্থী হওয়ার জন্য তিনি কাউকে টাকা দিয়েছেন। দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হবে বলেও অডিওতে শোনা যাচ্ছে। যদিও কবির বোসের দাবি, এটা তাঁর গলা না। ফেক অডিও। এই নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

কবীর শংকর বোস বলেন, “শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে লেখা আছে কমরেড। আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে তাতেও কমরেড লেখা। তাহলে কি এর সঙ্গে কোনও যোগ আছে? এর তদন্ত করতে আদালতে মামলা করব। এ ধরনের মিথ্যা প্রচার কেন করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা দেখা হোক।”

বিষয়টি নিয়ে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, “এই বিষয়টা শুনেছি। কিন্তু এটা নিয়ে আমরা বিন্দুমাত্র উৎসাহী নই। এর আগেও এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল। আমরা সেটা নিয়েও কিছু বলিনি। আমরা যদি এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম তাহলে যেখানে মিটিং করছি, মাইকে বলছি, সেখানেও তো আমরা বলতাম।”

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দীপ্সিতা বলেন, “উনি বলেছেন মামলা করবেন। আমি বলছি, মামলা করুন। প্রয়োজনে আমরা টাকা দেব। ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার। সেটা তো জানা দরকার। আমার তো মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আমার মনে হয় বিজেপির লোকই এসব ভাইরাল করছে।”

সিপিএম প্রার্থীর সংযোজন, “বিজেপি প্রার্থী পাত্তা পাচ্ছে না, তাই এসব করছে। ভয়েস টেস্ট হোক। এটা ওনার ভয়েস হলেও কিছু যায় আসে না। না হলেও যায় আসে না। উনি টাকা দিন, টাকা নিন, আমাদের যায় আসে না।”

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...