Wednesday, November 12, 2025

তীব্র দাবদাহে আশার আলো! অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির কথা শোনাল আলিপুর 

Date:

Share post:

কলকাতা-সহ (Kolkata) গোটা রাজ্যে লাফিয়ে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ৷ তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর৷ এর মধ্যেই স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবার সর্বশেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। যার জেরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। এদিন হাওয়া অফিস জানিয়েছে রবিবার সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত সাফ জানিয়েছেন বৃষ্টি হলেও বিশেষ কিছু হেরফের হবে না তাপমাত্রায়। এদিকে সোমবারও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এদিন আলিপুর জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। আর সেকারণেই সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কারণ ওই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

তবে এদিন পশ্চিমের ৫-৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে‌। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপপ্রবাহ জারি রয়েছে কলকাতায়। এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে।

পাশাপাশি উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...