Sunday, November 9, 2025

রোগীর শরীরে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ! চিকিৎসকদের নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে হাসপাতালে (Hospital ) সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Home Ministry)। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ডিউটি করার সময় কনুইয়ের নীচে কোনওরকম অলঙ্কার (Jewellery ) পরতে পারবেন না চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। ইতিমধ্যে এই মর্মে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা (Guidelines) পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। আর আচমকা স্বাস্থ্যমন্ত্রকের এমন নির্দেশে বেকায়দায় চিকিৎসক ও নার্সদের একাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে অনেক সময় এমন দেখা যায় সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হয়। আর তা থেকে শিক্ষা নিয়েই এবার হাতের চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন-সহ সংক্রমণের ঝুঁকি বাড়ে এমন সমস্ত উপাদানকে ডিউটি চলাকালীন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার জোন, আইসিইউ, এইচ ডি ইউ, অপারেশন থিয়েটারের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

তবে শুধু অলঙ্কার ব্যবহার নয়, উপরিউক্ত জায়গায় মোবাইল ফোনের ব্যবহারও নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ কতটা ভূমিকা নেয় তা সময় বলবে। তবে লোকসভা ভোটের আবহে দেশবাসীর কাছে এই পদক্ষেপ আদৌ কোনও প্রভাব ফেলে কী না তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কেন্দ্রের সাফাই, ২০১৮ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে এই নিয়ে একটি গবেষণা করা হয়। একটি গবেষণায় দেখা যায়, যখন স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা করার সময় আংটি পরেন, তাঁদের আংটিতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। সেখান থেকে আরও মারণ রোগ ছড়িয়ে পড়ে।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...