জয়ে ফিরল কলকাতা, দিল্লিকে হারাল ৭ উইকেটে

এদিন টসে জিতে ব্যাট করার সিধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।

ফের জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৭ উইকেটে। এদিনও নাইটদের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন ফিলিপ সল্ট। বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর।

এদিন টসে জিতে ব্যাট করার সিধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি। দিল্লির হয়ে ৩৫ রান করেন কুলদীপ যাদব। ২৭ রান করেন পন্থ। ব্যাট হাতে ব্যর্থ পৃথ্বী শা। ১৩ রান করেন তিনি। অভিষেক পোরেল করেন ১৮ রান। ৬ রান করেন সাই হপ। কেকেআরের হয়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা এবং হর্ষিত রানা। একটি করে উইকেট মিচেল স্টার্ক এবং সুনীল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে ফিলিপ স্টার্ক। ৬৮ রান করেন তিনি। ৩৩ রানে অপরাজিত শ্রেয়স আইয়র। ১৫ রান করেন তিনি নারিন। ১১ রান করেন রিঙ্কু সিং। ২৬ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়র। দিল্লির হয়ে দুই উইকেট নেন অক্ষর প্যাটেল। একটি উইকেট নেন উইলিয়ামস।

আরও পড়ুন- আইপিএলে এই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেহবাগ