Tuesday, December 23, 2025

দেশের মধ্যে উষ্ণতম বাংলা, বৃষ্টির পূর্বাভাসেও তাপপ্রবাহ থেকে রেহাই নেই 

Date:

Share post:

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট (Heatwave in SouthBengal)। সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের রেকর্ড গড়ছে মহানগরী (Kolkata record temperature increase)। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। সোমবারের পর মঙ্গলেও তীব্র দহন জ্বালা সহ্য করতে হবে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জেলাকে। উইকেন্ডে উপকূলে বৃষ্টির পূর্বাভাস মিললেও তাতে স্বস্তির খবর নেই।

মঙ্গলবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে আগামী ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প বাড়ার কারণে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দার্জিলিং থেকে দীঘা কাঁথি থেকে কলকাতা, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র হাঁসফাঁস করা গরম থেকে আগামী শনিবার পর্যন্ত মুক্তি নেই। সোমবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৮০ সালে শেষ বার এপ্রিলের কলকাতায় দিনের তাপমাত্রা এতটা উঠেছিল। সেই রেকর্ড সমান সমান হয়ে গেল। তবে শীর্ষস্থানে এখনও রয়ে গিয়েছে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল। সে দিন কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি! যেভাবে গরম বাড়ছে তাতে এই রেকর্ড ২০২৪-এই ভেঙে যাবে বলে আশঙ্কা হাওয়া অফিসের।

 

spot_img

Related articles

‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

'বয়স একটা সংখ্যা মাত্র' - কথাটা সাহিত্যে, কাব্যে বা বক্তৃতায় ভালো লাগলেও বাস্তবে ব্যাপারটা মেনে নেওয়া অতটা সহজ...

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র...

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার...

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...