Sunday, January 11, 2026

তৃণমূল নয় বিজেপিকে ভোট দিন! এবার প্রকাশ্যে দালালি অধীরের

Date:

Share post:

বহুদিন ধরে তৃণমূল দাবি করে আসছে, এ রাজ্যে বিজেপির দালাল কংগ্রেস আর সিপিএম। বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিল্লিতে একরকম আর বাংলায় অন্য রকম। চলতি লোকসভা ভোটে প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সিপিএম–কংগ্রেসের জোট বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করা হয়েছে। ওদের একটি ভোটও দেবেন না। এবার অধীর চৌধুরীর একটি বক্তব্য তৃণমূলের সেই দাবিকেই সিলমোহর দিল।
আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফায় ভোট গ্রহণ। এই দফায় অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদের দুটি আসনে নির্বাচন রয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই আবহে কংগ্রেস প্রার্থী মূর্তজা হোসেনের সমর্থনে সভা করেন অধীর চৌধুরী। সেখানেই সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন বহরমপুরের বিদায়ী সাংসদ। নির্বাচনী মঞ্চ থেকে আধীরকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।”

এই মন্তব্য নিয়ে এখন তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে। সিপিএম–কংগ্রেস আসলে এই রাজ্যে বিজেপির মুখ, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছে বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। অধীরের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “বিজেপির চোখ–কান হিসাবে কাজ করছে অধীরের কংগ্রেস। তিনি বঙ্গ–বিজেপির হয়ে আওয়াজ তুলছেন। শুনুন বি–টিম কেমন করে প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট চাইছে। যে দল বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে তাদের হয়ে গলা ফাটাচ্ছে কংগ্রেস নেতা। একমাত্র বাংলা বিরোধীই বিজেপির প্রচার করতে পারে। বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে।’”
অধীর আর বিজেপির গোপন আঁতাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অধীর চৌধুরীর মুখ থেকে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়টি বেরিয়ে এলো। কংগ্রেস সিপিএমকে একটি ভোট দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা। আমরা বার বার বলে এসেছি বিজেপির দুই ভাই, সিপিএম আর অধীরের কংগ্রেস আই।”

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...