Sunday, January 11, 2026

চোরে চোরে মাসতুতো ভাই, অধীরের আসল চেহারা ফাঁস অভিষেকের

Date:

Share post:

একদিকে যখন বাংলা তথা গোটা দেশ থেকে বিজেপিকে সরাতে সাধারণ মানুষের ঘরে ঘরে দরবার করছে রাজ্যের শাসকদল তৃণমূল, তখন বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচনী প্রচারে স্পষ্ট বলছেন বিজেপিকে ভোট দিতে! মঙ্গলবার প্রকাশ্যে তিনি যেটা বলেছেন সেটাই এতদিন বাংলার রাজনীতিতে হয়ে এসেছে। এবার সেই ভাইরাল ক্লিপ তুলে ধরে অধীর চৌধুরীর মুখোশ খুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিরোধী জোটের আসন রফা বাংলায় না হওয়া নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেই দায়ী করেছিল তৃণমূল। সেই প্রসঙ্গে টেনে এনেই বুধবার মালদহ উত্তর কেন্দ্রের সামসির নির্বাচনী প্রচার জনসভা থেকে অভিষেক বলেন, “ভারতের রাজনৈতিক লড়াই বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরোধী জোট করছে। আমরাও চেয়েছিলান বাংলায় জোট হোক। কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই জোট বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি। বিজেপির হাত শক্তিশালী করবে বলে।”

তার প্রমাণ হিসাবেই তিনি মঙ্গলবার জঙ্গিপুর থেকে দেওয়া অধীর চৌধুরীর বক্তব্য তুলে ধরেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “সেই অধীর চৌধুরী গতকাল কংগ্রেস প্রার্থীর পক্ষে জঙ্গিপুরে সভায় বক্তব্য করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। বিজেপির কোনও নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী।”

মালদহ মুর্শিদাবাদে যে আসনগুলি বিজেপি লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার কংগ্রেসের মঞ্চ থেকে অধীর চৌধুরীই করে দিচ্ছেন বলে সরাসরি অভিযোগ করেন অভিষেক। যেখানে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য সবদিক থেকে চেষ্টা করছে, সেখানে কংগ্রেস বিজেপির হাত শক্ত করার খেলায় নেমেছে সে প্রসঙ্গেও আরও উদাহরণ পেশ করেন অভিষেক।

এক একটি উদাহরণ তুলে ধরে অভিষেকের দাবি, “কাল অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন। একটা বাক্যও ব্যয় করেননি অধীরবাবুর বিরুদ্ধে। তার কারণ চোরে চোরে মাসতুতো ভাই।” সেই সঙ্গে সিএএ-এনআরসি বা বাংলার বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে যে কখনও বাংলার মানুষের পাশে দাঁড়াননি অধীর চৌধুরি, সে কথাও মালতিপুরের সামসির সভা থেকে তুলে ধরেন অভিষেক।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...