একাদশ শ্রেণিতে ভর্তি হলেই মিলবে মোবাইল ফোন ও ট্যাব

এবছর একাদশ শ্রেণির গঠন-পাঠন শুরু হওয়ার আগেই স্মার্টফোন ও ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন স্কুল পড়ুয়ারা

মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেই মিলবে হাতে গরম টাকা। যা দিয়ে মোবাইল ফোন ও ট্যাব কিনতে পারবে পড়ুয়ারা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সরকার, সরকার পোষিত ও মাদ্রাসা বোর্ডের একাদশের ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দফতর।

এতোদিন পর্যন্ত মোবাইল ফোন ও ট্যাব কেনার জন্য দ্বাদশের পড়ুয়াদের মাথা পিছু ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে আসছিল রাজ্য সরকার। যা এবার থেকে একাদশের ছাত্র-ছাত্রীদেরও দেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিধানসভায় পেশ হওয়া বাজেটে এই কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই মতো এবার জারি হল নির্দেশিকা।

এবছর একাদশ শ্রেণির গঠন-পাঠন শুরু হওয়ার আগেই স্মার্টফোন ও ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন স্কুল পড়ুয়ারা। উচ্চমাধ্যমিকের প্রস্তুতি শুরুর প্রথম দিন থেকেই যাতে তারা সেগুলি নিজেদের পড়াশুনায় ব্যবহার করতে পারে সে কারণেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এখন রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির পরে পরেই এই ট্যাব তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।

এই বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাঁদের হাতে ট্যাব পৌঁছে দিতে চলতি বছরের জানুয়ারি মাসেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ৯.৭৭ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, আর দ্বাদশ শ্রেনীতে নয়, একাদশ শ্রেনী থেকেই দেওয়া হবে এই ট্যাব। সেই মতন এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তিও জারি করে রাজ্যে স্কুল শিক্ষা দফতর ।

আগামী বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। সেই সূত্রেই জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে রেজিস্ট্রির বিষয় থাকে। সেটি সম্পন্ন হলেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যাবে। চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে ট্যাব তুলে দিয়েছিলেন।