মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। এদিন সকাল ন’টায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করে বলেন পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। প্রথম বর্ষের মেধা তালিকায় ৫৭ জন পড়ুয়ার জায়গা করে নিয়েছেন। পাশের নিরিখে শীর্ষে কালিম্পং, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৬৯৩। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পড়ুয়া। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু( ৬৯২)। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈঋত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১।
