চলতি লোকসভা ভোটের মরশুমে সোশ্যাল মিডিয়াতেও নজর কাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাম-বিজেপি-কংগ্রেস! মাত্র তিন সপ্তাহে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এবার ভোট তৃণমূলের ট্যাগ লাইন “জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন”! এই গানটি তরুণ প্রজন্মের ভোটারদের মনে প্রভাব ফেলেছে বলেই আশাবাদী রাজ্যের শাসকদল।

গত ৩ এপ্রিল, অর্থাৎ ঠিক একমাস আগে তৃণমূলের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় “জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন” গানটি। মাত্র ৩ সপ্তাহেই সেই গানটি শুনেছেন ৫ কোটি মানুষ! ভিডিওটি ৩ মিনিট ১১ সেকেন্ডের। গড়ে ২ মিনিট ২ সেকেন্ড বা ৬০ শতাংশের বেশি সময় ধরে ভিডিওটি দেখেছেন নেটিজেনরা। ডিজিটাল কন্টেট বিশেষজ্ঞদের মতে, ”যা প্রশংসনীয়”! তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট, “বাংলার প্রতিটি কোণায় ঝড় তুলেছে ‘জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন। বিজেপির জমিদারদের এবার ব্যাগ গোছাতে হবে”।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগে একুশের বিধানসভা ভোট তখন দোরগোড়ায়। ইউটিউবে ”বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগান তুলে প্রচারে নেমেছিল তৃণমূল। ব্যাপক সাড়া মিলেছিল। খুব অল্প সময়ে সেই ভিডিওটি দেখেছিলেন ১২.৩ মিলিয়ন মানুষ। এরপর গতবছর পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যজুড়ে ”তৃণমূলে নবজোয়ার” কর্মসূচি শুরু করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন প্রথম ১৫ দিন ভিউ ছিল ৬ মিলিয়নেরও বেশি।
