Saturday, January 10, 2026

সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আর তারই প্রস্তুতি শুরু করে দিল বাগান ব্রিগেড। মে দিবসে ছুটির দিনই আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। যুবভারতীতে আরও একবার মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিমুকুট এবং মরশুমে ত্রিমুকুট জিততে চান দিমিত্রি পেত্রাতোসরা। তবে মোহনবাগানের উৎসব ভেস্তে দিতে মরিয়া মুম্বই। লিগ-শিল্ড হারানোর বদলা শনিবার যুবভারতীতেই আইএসএলের কাপ ফাইনালে নিতে চান জর্জ পেরেরা দিয়াজরা। মুম্বইয়ের চেক কোচ পিটার ক্র্যাটকি ফাইনালের আগে মোহনবাগানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন, ফাইনালে অন্য চেহারায় দেখা যাবে মুম্বইকে।

ক্র্যাটকি বলেছেন, ‘‘ফাইনাল ম্যাচটা জমজমাট হবে। গ্যালারিতে ৬০ হাজার দর্শক থাকবে। মোহনবাগান কত ভাল দল, সেটা আমরা জানি। মোহনবাগানের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে আমরা কী ভুল করে শিল্ড হারিয়েছি, সেটা জানি। ফাইনালে আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব। আশা করি, মুম্বইকে অন্য চেহারায় দেখা যাবে।’’

মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর ছেলেদের নিয়ে বুধবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফাইনালের মহড়া শুরু করেছেন। ছাংতে-দিয়াজদের আক্রমণ নিষ্ক্রিয় করতে ডাবল পিভট রেখে রক্ষণ জমাট রাখার প্রস্তুতি নিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ। উইং প্লে এবং সেট পিস থেকে জেসন কামিন্স, মনবীর সিংদের দিয়ে গোল করার অনুশীলনও চলছে। কামিন্স আবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে পিটার ক্র্যাটকির মেলবোর্ন সিটির বিরুদ্ধে প্রতিবার গোল করেছেন। ক্র্যাটকি এবার মুম্বইয়ের ডাগ আউটে। আইএসএলে ১১ গোল করা অস্ট্রেলীয় বিশ্বকাপার কি পারবেন এবারও দলকে জেতাতে?

এদিকে আইএসএলে সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাবাসের। সূত্রের খবর, হাবাসই এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন- টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণ পছন্দ নয় মদন লালের


spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...