প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik Examination Result)। চলতি বছরের পরীক্ষায় পাশের হার ৮৬.৩১ শতাংশ। ছাত্রদের থেকে ছাত্রীরা ভাল ফল করেছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কৃতিদের আগামী জীবনের সাফল্যের জন্য শুভকামনাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যান্য বছরের মতো এবছরেও মাধ্যমিকের ফল প্রকাশ হতেই দেখা গেল জেলার জয়জয়কার। গত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর ফল প্রকাশ করছে পর্ষদ। ২০২৪ সালে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন।
