Wednesday, November 12, 2025

সন্দেশখালির আসল তত্ত্ব ফাঁস, রাজ্যপাল নিয়ে মোদির ‘সন্দেশ’ কোথায়! তুলোধনা মমতার

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিও বিষয়ে স্যোশাল মিডিয়ায় পোস্টের পরে শনিবার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের সভা থেকেও তুলোধনা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সন্দেশখালির আসল তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছিল। এদিন ফের রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও তীব্র কটাক্ষ করেন মমতা। এদিন তৃণমূল সভানেত্রীর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রথমেই সন্দেশখালির ভাইরাল ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) প্রসঙ্গে মমতা বলেন, “সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।“

এরপরেই রাজভবনে তরুণীর শ্লীলতাহানি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই কিছু তো সন্দেশ দিলেন না।“

মিথ্যাচার নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে! বাচ্চা ছেলে বললে মা থাপ্পড় মারে। তার পর আদর করে। দেশের প্রধানমন্ত্রী এ সব করছে। এত বড় মিথ্যেবাদী! জুমলা! বলছে ঘরে ঘরে গ্যাস পৌঁছচ্ছে বিনামূল্য।“ খোঁচা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়। বলছে ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। গ্যাস বেলুন। ৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই। মোদি দেন না। চ্যালেঞ্জ করছি। নিজের নামে প্রচার করছে। গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। ৫০ দিনের কাজের ব্যবস্থা করেছি।“




spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...