Sunday, November 16, 2025

লেখক-পাঠকদের সরাসরি সাক্ষাৎ, প্রেরণা পাবলিশার্সের প্রথম বই প্রকাশ অনুষ্ঠান

Date:

Share post:

বইয়ের মাধ্যমেই হোক আত্মীয়তার যোগ। সেই কথা মাথায় রেখেই বুধবার (১ মে, ২০২৪)  শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সভাঘরে আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের (Prerona Publishers) প্রথম বই প্রকাশ অনুষ্ঠান। বর্ষপূর্তির পর এই প্রথম ‘প্রেরণা’ (Prerona Publishers) কর্তৃপক্ষের সঙ্গে লেখক-পাঠকদের সরাসরি সাক্ষাৎ হলো। প্রকাশনার আহ্বানে সাড়া দিয়ে তাপপ্রবাহ উপেক্ষা করে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে লেখক-পাঠকরা ছুটে এসেছিলেন। বিশিষ্টদের উপস্থিতিতে সভাঘর ছিল কানায় কানায় পূর্ণ।

অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত লেখিকা এবং প্রকাশক কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ (Priyanka Ghosh)। দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় কর্পোরেট সেক্টরে দেশে-বিদেশে চাকরি করার পর মাতৃভাষার টানে কলকাতায় ফিরেছেন এবং প্রতিভাশালী লেখক ও কবিদের স্বপ্নপূরণ করার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। প্রেরণা পাবলিশার্সের যাত্রা শুরু হয় জানুয়ারি ২০২৩-এ, তখন ফেসবুক পেজে লেখালিখির সুযোগ ছিল। তারপর জুন মাসে চালু হয় প্রিন্টেড ম্যাগাজিন ‘প্রবাহ’ (Prabaha)। মে মাসের পয়লা তারিখে প্রবাহ-র নববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন সম্পাদিকা প্রিয়াঙ্কা ঘোষ এবং সহ-সম্পাদক শৌর্য্য চ্যাটার্জী ও অনুপম দাস। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অনুপম দাস (Anupam das)ও প্রিয়াঙ্কা ঘোষের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত কবিতা সংকলন ‘জলছবির রংমহল’, শৌর্য্য চট্টোপাধ্যায়ের ‘শহরের ঘুলঘুলি দিয়ে’ এবং লেখক অপূর্ব চক্রবর্তীর ভিন্নস্বাদের প্রবন্ধমালা ‘পঞ্চশর’ – এই তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ। ‘জলছবির রংমহল’ বইটিতে যাঁরা কবিতা লিখেছেন তাঁরা অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠও করেন। তাঁদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ। এছাড়া প্রবাহ শিশুকিশোর সংখ্যার সাহিত্য প্রতিযোগিতার বিজেতাদেরও সম্মানিত করা হয়। বইমেলায় প্রবাহ-র প্রভূত সাফল্যের কাহিনী নিয়ে আলোচনা হয়। লেখক-পাঠক এবং প্রকাশনা কর্তৃপক্ষের আন্তরিক মেলবন্ধনে প্রেরণা পাবলিশার্স যে জমজমাট অনুষ্ঠান উপহার দিল তাতে খুশি সাহিত্য মহল।

 

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...