Saturday, November 15, 2025

সবটাই অপপ্রচার! বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল WBSEDCL

Date:

Share post:

রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। সাম্প্রতিক কালে বিদ্যুতের মাশুল বাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুূৎ বণ্টন নিগম, ডব্লিউবিএসিডিসিএল।

লোকসভা ভোটের মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এই বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরস্থিতিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য। সকল গ্রাহকদের অবগতির জন্য নিগমের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। সেই কমিশন গত ৬ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য নিগমের-এর মাশুল হার মঞ্জুর করেছে। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয়নি। এই ধরনের অপপ্রচারে কোনও গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে। এই ব্যাপারে কোনও প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। গ্রাহকদের আশ্বস্থ করে কোনওরকম অসত্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার আবেদন করা হয়েছে। বিদ্যুতের মাশুল একই আছে বলেও জানানো হয়েছে।

এমনিতেই যা গরম পড়েছে তাতে আরও বেশি সংখ্যক মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছেন। পাল্লা দিয়ে বেড়েছে পাখার ব্যবহার। সকলেই বুঝছেন, ফ্যান, এসি ব্যবহারের ফলে বিদ্যুতের বিলও বেশ কিছুটা বেশিই আসবে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বা নেতাদের ভাষণে যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির কথা উঠে এসেছে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা। বিলের পরিমাণ ঠিক কতটা বেশি আসবে তা নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে অভয়বাণী শোনাল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।

আরও পড়ুন- একাদশে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিয়ে নয়া পদক্ষেপ নিল সংসদ

 

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...