Monday, January 12, 2026

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

অবশেষে স্বস্তির খবর! টানা তাপপ্রবাহের পর আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস সোমবার থেকেই ভিজবে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি এদিন বিকেল থেকেই বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির (Rain) পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই জেলাগুলিতে। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতায়(kolkata )সোমবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। কখনও কখনও রোদ উঠলেও সেই তেজ নেই। বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া, কলকা‌তা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবার। তবে হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। অন্যদিকে এদিন দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুধু সোমবারই নয়, মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে শুধু কলকাতা বা দক্ষিণেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...