Wednesday, August 27, 2025

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

অবশেষে স্বস্তির খবর! টানা তাপপ্রবাহের পর আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস সোমবার থেকেই ভিজবে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি এদিন বিকেল থেকেই বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির (Rain) পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই জেলাগুলিতে। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতায়(kolkata )সোমবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। কখনও কখনও রোদ উঠলেও সেই তেজ নেই। বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া, কলকা‌তা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবার। তবে হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। অন্যদিকে এদিন দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুধু সোমবারই নয়, মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে শুধু কলকাতা বা দক্ষিণেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...