মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ রাজ্যপালের, সরব তৃণমূল

তাঁর প্রবল ভাষা সন্ত্রাসের শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের পক্ষ থেকেও তার প্রবল প্রতিক্রিয়া দেওয়া হয়েছে

রাজভবনের অস্থায়ী কর্মীর শ্লীলতাহানীতে অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুলিশি তদন্ত শুরু হতেই কেরালা চলে গিয়েছিলেন। সোমবার কলকাতা ফিরেই গোটা ঘটনাকে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর চক্রান্ত বলে অভিযোগ করেন। আর সেখানেই তাঁর প্রবল ভাষা সন্ত্রাসের শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের পক্ষ থেকেও তার প্রবল প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “তাঁর যদি মনে হয় তিনি সত্যিই নির্দোষ তাহলে তার বলা উচিত আমি তদন্তের সামনাসামনি হতে রাজি আছি। তদন্তের কথা বলে তিনি নিজেকে প্রমাণ করুন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরির কথা বলছেন? উনি পদ্মপালে পরিণত হওয়া একজন মানুষ হয়ে গেছেন। এই পদ্মপালের দাদাগিরি বাংলার মানুষ মেনে নেবে না।”

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সম্মানহানি নিয়ে গোটা দেশে সরব হয়েছেন। রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “উনি বলছেন, মুখ্যমন্ত্রী দিদিগিরি মেনে নেবেন না। তবে কি উনি দাদাগিরি চালিয়ে যাবেন? বাংলার মানুষ এটা মানবে না। প্রতি পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে, উনি অন্যায় করেছেন। নারীদের প্রতি উনি যে অসম্মানজনক কাজকর্ম করছেন, বাংলার মানুষ তা বুঝিয়ে দেবে। পরিণতি ভাল হবে না।”