Thursday, August 21, 2025

ব্যাটিং অর্ডারে ধোনি কেন নয় নম্বরে? মুখে কুলুপ সবার

Date:

Share post:

ব্যাটিং অর্ডারে ক্রমশ নিচের দিকে মহেন্দ্র সিং ধোনি! সবচেয়ে অবাক করে গত ম্যাচ। ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নয়ে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তার আগে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে সাতে নেমেছিলেন ধোনি। ধরমশালায় কেন নয় নম্বরে! টুর্নামেন্টের শুরু থেকে আট ইনিংসে অপরাজিত ছিলেন মাহি। গত দু-ম্যাচেই আউট হয়েছেন। গত ম্যাচে নয় নম্বরে নেমে গোল্ডেন ডাক। এর কারণ প্রকাশ্যে।ধোনি নয় নম্বরে ব্যাট করতে আসায় প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলছিলেন। ইরফান পাঠান, হরভজন সিংয়ের মতো প্রাক্তনরা মনে করেন, ধোনিকে যদি নয়েই নামাতে হয় তা হলে কোনও স্পেশালিস্ট বোলারই খেলানো অনেক বেশি যুক্তিযুক্ত! ধোনিকে সেক্ষেত্রে টিমেই রাখার প্রয়োজন নেই। তবে সূত্রের খবর, চোটের কারণেই ধোনিকে পরের দিকে নামানো হচ্ছে। মেডিসিন নিয়ে নামছেন ধোনি!

জানা গিয়েছে, ধোনির পায়ের পেশীতে চোট রয়েছে। সে কারণেই তাঁকে যতটা সম্ভব দৌড় থেকে বিরত রাখারই চেষ্টা। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু-রানের সুযোগ থাকলেও ধোনি ড্যারেল মিচেলকে ফিরিয়ে দেন। মিচেল উল্টো প্রান্তে এসেও ফিরেছিলেন। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের ব্যাক আপ কিপার ধরা হয়েছিল ডেভন কনওয়েকে। চোটের কারণে এ মরসুমে পাওয়া যায়নি কনওয়েকে। পরে তাঁর পরিবর্তও নেওয়া হয়।কনওয়ে থাকলে ধোনিকে বিশ্রাম দেওয়া হত বলেও খবর। পরিস্থিতির নিরিখে, হরভজন সিং কিংবা ইরফানের মতো প্রাক্তনরা নিজেদের কথায় ঢোঁক গিলতেই পারেন। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে। চেন্নাই সুপার কিংসে ধোনির ব্যাক আপ কিপার হিসেবে রয়েছেন আরাবল্লি অবনীশ। তাঁকে কি সুযোগ দেওয়া যায় না? অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বলেই কি সেই ঝুঁকি নেওয়া হচ্ছে না! অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও কিপিং করতে পারেন। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছেনও! ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও তো খেলানো যায়! এমন অনেক প্রশ্নের উত্তর যদিও অধরা।




spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...