কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আইয়ারের (Manishankar Aiyar) পুরোনো ভিডিও প্রকাশ করে কংগ্রেসের পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপির আইটি সেল। বর্ষীয়ান নেতা মণিশঙ্করের বক্তব্য যে কংগ্রেসের বক্তব্য নয় তা দলের পক্ষ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এবার বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ও লালকৃষ্ণ আদবানির (L K Advani) পাকিস্তান বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিজেদের জালেই জড়িয়ে দেওয়ার পথে হাঁটল কংগ্রেস।

কংগ্রেসের হয়ে এবার বিজেপির পাকিস্তান-প্রেম নিয়ে ব্যাট ধরলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। এমনকি মোদির পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাওয়া নিয়েও কটাক্ষ করতে তিনি ছাড়েননি। মণিশঙ্করের পাকিস্তান মন্তব্যের ঢাল হিসাবে বাঘেল তুলে ধরেন কংগ্রেসের সময়ে পাকিস্তান ভাগ হয়েছিল। তাই তাঁদের পাকিস্তান সমর্থক হিসাবে কখনই ধরা যায় না। পাল্টা তাঁর দাবি, “বিজেপির নেতাদেরই পাকিস্তান প্রেম রয়েছে। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি লাহোর পর্যন্ত বাস চালিয়েছিলেন। তাঁর ডেপুটি এলকে আদবানি জিন্নার (Md. Ali Jinnah) মাজারে গিয়েছিলেন। এবং ধর্মনিরপেক্ষ বলে তাঁর প্রশংসা করেছিলেন।”

সেই সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) পাক-সম্পর্ক নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, “কোনও প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে ডাকেননি। মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি এমন কাজ করেছেন। এবং বিনা নিমন্ত্রণেই তিনি পাকিস্তানের গিয়েছিলেন ও বিরিয়ানি খেয়েছিলেন।”
