Monday, November 10, 2025

কেন অধিগ্রহণ বিল আটকে? ডানলপ গ্রাউন্ডে দাঁড়িয়ে কারখানা নিয়ে প্রশ্ন মমতার

Date:

Share post:

ডানলপ জেশপের বিল আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। রাজ্য অধিগ্রহণ করে সাধারণ মানুষের কাজ পাওয়ার ব্যবস্থা তো করাই হয়নি। উপরন্তু কেন্দ্রের বিজেপি সরকার ডালনপ বিক্রি করার যে পরিকল্পনা নিয়েছে, হুগলির সপ্তগ্রামের ডানলপ গ্রাউন্ড থেকে নির্বাচনী জনসভায় বিজেপির এই জনবিরোধী নীতির বিরোধিতায় গর্জে তৃণমূল সুপ্রিমো উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিববারই হুগলিতে নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নির্বাচনী প্রচারে এলে প্রধানমন্ত্রীকে বিল আটকে রাখা নিয়ে প্রশ্ন তোলার দাবি জানালেন সাধারণ মানুষের কাছে। শনিবার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হুগলির ডানলপ কারখানা বন্ধ বাম আমল থেকে। ক্ষমতায় আসার পরে ২০১৪ সাল থেকে সেই কারখানা খোলার জন্য পদক্ষেপ নিয়েছে তৃণমূল সরকার। অধিগ্রহণ করার জন্য রাজ্য বিলও পাশ করেছে। কিন্তু কেন্দ্রের একটা ‘হ্যাঁ’-র অভাবে আজও সেই অধিগ্রহণ সম্ভব হয়নি। সেই অভিযোগ তুলে বিজেপির সরকারের মুখেশ খুলে মমতা দাবি করেন, “আমার বিধানসভায় বিল পাশ করি ডানলপ আর জেশপ কোম্পানী আমরা রাজ্য সরকার অধিগ্রহণ রতে চাই। আমরা নিয়ে চালাতে চাই। আমাদের অনুমতি দেওয়া হোক। কেন্দ্র সরকার আজ পর্যন্ত কোনও আজ পর্যন্ত কোনও অনুমতি দেয়নি। দুবার বিল পাশ করে পাঠানো হয়েছে।”

বিজেপির অনুমতি না দেওয়ার পিছনেও আসল উদ্দেশ্য স্পষ্ট করে তিনি বলেন, “দেয়নি কারণ সংস্থার মালিক ভাজপা ওয়াশিং মেশিনে ধোয়া লোক। গরীব লোকেদের দিকে দেখার দরকার নেই।” সেই সঙ্গে ডানলপ নিয়ে বিজেপি যে চক্রান্ত করে চলেছে তারও পর্দাফাঁস করেন মমতা। তিনি বলেন, “এখনও অনুমতি দিতে পারে। অধিগ্রহণ দিল্লির আইন। আমার আইন হলে একদিনেই করে দিতাম। অধিগ্রহণও করতে দেবে না। আর জায়গা বিক্রি করে দেবেন। যন্ত্রপাতি বিক্রি করে দেবেন। মাফিয়া চক্র চালাবেন। এটা হতে পারে না।”

রবিবার হুগলি কেন্দ্রে নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২০২১ সালে ডানলপ গ্রাউন্ডে সভা করেছিলেন তিনি। কিন্তু এবার আর তাঁর হুগলির সভাস্থল ডানলপ গ্রাউন্ডে স্থির করা হয়নি। কিন্তু হুগলিতে প্রধানমন্ত্রী এলেই তাঁকে ডানলপ নিয়ে প্রশ্ন করার কথা শনিবার ডানলপ গ্রাউন্ড থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...