Sunday, November 16, 2025

মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ রাহুলের, পালিয়ে গেলেন মোদি!

Date:

Share post:

লোকসভা নির্বাচন ২০২৪ গোটা দেশের কাছে ঐতিহাসিক, বিজেপি ও বিরোধী উভয় পক্ষ থেকেই এই দাবি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দু তরফের দুই নেতাকে সামনা সামনি বিতর্কে অংশগ্রহণের ডাক দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুর, বিচারপতি অজিত পি শাহ ও হিন্দু পত্রিকা গোষ্ঠীর ডিরেক্টর এন রাম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দফতরে এই নিমন্ত্রণ পাঠান। শনিবার সেই নিমন্ত্রণ স্বীকার করে পাল্টা তিন দিকপালকে চিঠি দেন রাহুল গান্ধী। কিন্তু নরেন্দ্র মোদি বা তাঁর দফতর থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি এই আহ্বানের।

চতুর্থ দফার নির্বাচনের আগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপির অন্য নেতাদের উপর তাঁর ভরসা করে বিজেপিকে আরেকবার ক্ষমতায় আনা সম্ভব না বলেই ছুটে বেড়াচ্ছেন নোদি নিজে দাবি রাজনীতিকদের। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির পক্ষে হয়তো মুখোমুখি বিতর্কে যোগ দেওয়ার উত্তর দেওয়া সম্ভবই হয়নি। কিন্তু শুক্রবারই রাহুল গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন বিতর্কে যোগ দিতে তিনি ইচ্ছুক। বিরোধী মঞ্চের পক্ষ থেকে সেই বিতর্কে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে পাল্টা চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে তিনি জানিয়েছেন এমন ধরনের বিতর্কে মানুষ বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। ফলে তাঁদের পক্ষে নির্বাচন করা সহজ মনে হবে। যেহেতু দেশের গুরুত্বপূর্ণ দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই তাঁদের নেতৃত্বের বিতর্ক সরাসরি শোনার অধিকার রাখেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেই তিনি চিঠিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যদি বিতর্কে সম্মত হন তাহলে সময় ও স্থান জানিয়ে দেওয়ার আবেদন জানান রাহুল গান্ধী।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...