Saturday, May 3, 2025

ভোট দিচ্ছেন ঘাসফুলে, ভোট পড়ছে পদ্মফুলে! বদল ইভিএম

Date:

Share post:

নির্বাচন কমিশনে ভিভিপ্যাট নিয়ে প্রতি দফাতেই অনেক অভিযোগ। এবার ইভিএম আর ভিভিপ্যাটে কত বড় গরমিল হাতে নাতে ধরলেন কৃষ্ণনগর কেন্দ্রের পলাশিপাড়ার বাসিন্দারা। একাধিক ভোটার স্পষ্ট লক্ষ্য করেন ইভিএম-এ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার পরেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। এরপরই তাঁরা অভিযোগ জানান প্রিসাইডিং অফিসারকে। তিনি দ্রুত ভোটদান বন্ধ করার নির্দেশ দেন। তবে এক্ষেত্রে ভোটারদের সতর্কতা ও প্রিসাইডিং অফিসারের তৎপরতার কারণে নির্বাচনে কারচুপি এড়ানো গেলেও সব ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে বলে দাবি বিরোধীদের। সেক্ষেত্রে ভোটযন্ত্রের সাহায্য নিয়েই বিরোধীদের অনৈতিকভাবে হারানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব নাও হতে পারে।

চতুর্থ দফার নির্বাচনে কৃষ্ণনগরের পলাশিপাড়ার বারুইপাড়ায় ৫৯ নম্বর বুথে সকাল থেকে ভোটদান ছিল শান্তিপূর্ণ। বেলা বাড়তেই দেখা যায় তৃণমূলপ্রার্থী মহুয়ার ভোট জমা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ভোটবাক্সে। দ্রুত ভোট প্রক্রিয়া বন্ধ করার পর ইভিএম বদলের নির্দেশ দেন প্রিসাইডিং অফিসার। প্রাথমিক অনুমান দুনম্বরে থাকা অমৃতা রায়ের বোতামটিতে সমস্যা ছিল। কয়েকবার তাতে ভোট পড়ার পরই সেটি বসে যায়। ফলে যে কোনও বোতাম টেপা হলেও ভোটটি বিজেপিতেই পড়ছিল।

বাংলার সচেতন ভোটারদের তৎপরতায় কৃষ্ণনগর কেন্দ্রের ভোটে কারচুপি রোখা সম্ভব হয়। তবে যে প্রক্রিয়ায় কৃষ্ণনগরে সব ভোট ভোটারদের অজান্তেই বিজেপিতে পড়তে যাচ্ছিল, সেই প্রক্রিয়ায় অন্যত্রও বিজেপির কারচুপি জারি থাকার সম্ভাবনাই করেছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট সবকটি ভিভিপ্যাটের সঙ্গে সব ইভিএম মিলিয়ে দেখার মামলায় প্রক্রিয়ার জটিলতার কারণে মামলা খারিজ করে দিলেও কমিশনকে যান্ত্রিক ত্রুটিমুক্ত নির্ভুল নির্বাচনের নির্দেশ দিয়েছিল। কমিশন যে সেই নির্দেশের পালন আদৌ করছে না তা চতুর্থ দফায় হাতেনাতে প্রমাণিত।

spot_img
spot_img

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...