Sunday, August 24, 2025

ভোট দিচ্ছেন ঘাসফুলে, ভোট পড়ছে পদ্মফুলে! বদল ইভিএম

Date:

Share post:

নির্বাচন কমিশনে ভিভিপ্যাট নিয়ে প্রতি দফাতেই অনেক অভিযোগ। এবার ইভিএম আর ভিভিপ্যাটে কত বড় গরমিল হাতে নাতে ধরলেন কৃষ্ণনগর কেন্দ্রের পলাশিপাড়ার বাসিন্দারা। একাধিক ভোটার স্পষ্ট লক্ষ্য করেন ইভিএম-এ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার পরেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। এরপরই তাঁরা অভিযোগ জানান প্রিসাইডিং অফিসারকে। তিনি দ্রুত ভোটদান বন্ধ করার নির্দেশ দেন। তবে এক্ষেত্রে ভোটারদের সতর্কতা ও প্রিসাইডিং অফিসারের তৎপরতার কারণে নির্বাচনে কারচুপি এড়ানো গেলেও সব ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে বলে দাবি বিরোধীদের। সেক্ষেত্রে ভোটযন্ত্রের সাহায্য নিয়েই বিরোধীদের অনৈতিকভাবে হারানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব নাও হতে পারে।

চতুর্থ দফার নির্বাচনে কৃষ্ণনগরের পলাশিপাড়ার বারুইপাড়ায় ৫৯ নম্বর বুথে সকাল থেকে ভোটদান ছিল শান্তিপূর্ণ। বেলা বাড়তেই দেখা যায় তৃণমূলপ্রার্থী মহুয়ার ভোট জমা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ভোটবাক্সে। দ্রুত ভোট প্রক্রিয়া বন্ধ করার পর ইভিএম বদলের নির্দেশ দেন প্রিসাইডিং অফিসার। প্রাথমিক অনুমান দুনম্বরে থাকা অমৃতা রায়ের বোতামটিতে সমস্যা ছিল। কয়েকবার তাতে ভোট পড়ার পরই সেটি বসে যায়। ফলে যে কোনও বোতাম টেপা হলেও ভোটটি বিজেপিতেই পড়ছিল।

বাংলার সচেতন ভোটারদের তৎপরতায় কৃষ্ণনগর কেন্দ্রের ভোটে কারচুপি রোখা সম্ভব হয়। তবে যে প্রক্রিয়ায় কৃষ্ণনগরে সব ভোট ভোটারদের অজান্তেই বিজেপিতে পড়তে যাচ্ছিল, সেই প্রক্রিয়ায় অন্যত্রও বিজেপির কারচুপি জারি থাকার সম্ভাবনাই করেছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট সবকটি ভিভিপ্যাটের সঙ্গে সব ইভিএম মিলিয়ে দেখার মামলায় প্রক্রিয়ার জটিলতার কারণে মামলা খারিজ করে দিলেও কমিশনকে যান্ত্রিক ত্রুটিমুক্ত নির্ভুল নির্বাচনের নির্দেশ দিয়েছিল। কমিশন যে সেই নির্দেশের পালন আদৌ করছে না তা চতুর্থ দফায় হাতেনাতে প্রমাণিত।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...