Sunday, December 28, 2025

কয়লা কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন অনুপ মাজির!

Date:

Share post:

কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji has got bail) ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবারের শুনানিতে বিশেষ সিবিআই আদালতের বিচারক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন।

মঙ্গলবার সকালেই জামিনের আর্জি নিয়ে আসানসোল আদালতে (Assansol CBI Court) আত্মসমর্পণ করেন লালা ওরফে অনুপ মাজি (Anup Maji)। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর (CBI) তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ করেন।আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন শুনানি শুরু হতেই জামিন পেয়ে যান লালা। আদালত সূত্রে জানা যাচ্ছে ১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি ছাড়া নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না অনুপ। আদালত নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে । কয়লা মামলায় তদন্তকারীদের ভূমিকায় খুশি নয় আদালত, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারক।

 

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...