Sunday, November 9, 2025

ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ

Date:

Share post:

এবার সঞ্জীব গোয়েঙ্কা-কে এল রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন লখনউ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যা নিয়ে বয়ে গিয়েছিলো সমালোচনার ঝড়। সেদিন ঠিক কী ঘটেছিল? সেই নিয়ে এবার মুখ খুললেন ল্যাঙ্গার।

এই নিয়ে লখনউ কোচ বলেন, “ চায়ের কাপে তুফান তুলেছে। ব্যাপক ঝড় উঠেছে। যে বিষয়টা আমাকে সব থেকে অবাক করেছে তা হল, ক্রিকেট নিয়ে প্যাশনেট ভারতের মানুষ। মিস্টার গোয়েঙ্কাও ব্যতিক্রম নন। আমিও নই। কেএল-ও নয়।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা কাজ দেয়নি। খেলার শেষে মিস্টার গোয়েঙ্কা মাঠে এসে কেএল-কে জিজ্ঞাসা করেন, কী হল? আমরা যে পরিকল্পনা স্থির করেছিলাম, তা তো কাজেই এল না। এবার আমরা কী করব? তারপর দীর্ঘক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আমাদের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই ভিডিওয় শব্দ ছিল না। কী কথাবার্তা হয়েছিল, তা কেউ শোনেননি। দেখে মনে হয়েছে খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে। আসলে সেরকম বিষয়টাই নয়।”

গত বুধবার হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা।

আরও পড়ুন- এবার হার্দিকের সমালোচকদের একহাত নিলেন গম্ভীর, কী বললেন কলকাতার মেন্টর?





spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...