Wednesday, January 14, 2026

বাগমুন্ডির সভায় জনসমুদ্র, অভিভূত অভিষেক

Date:

Share post:

“কোটশিলা চন্দ্রপুরা দেখায় যেমন শহর পারা/পাহাড় কাটে দিলেক লেবেল করে/ ইবারে চলিবেক রেলগাড়ি”- ভালো আছে পুরুলিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে। সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর প্রচারে বাগমুন্ডির সভায় জনসমুদ্র দেখে অভিভূত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার সভায় বক্তব্য রাখতে উঠেই প্রথমেই অভিষেক বললেন, যত লোক এই সভায় রয়েছে তার অনেক বেশি রয়েছে বাইরে। অর্থাৎ সভাস্থলে সবার জায়গা হয়নি এত ভিড়। হেলিপ্যাড থিক থিক করছে মানুষ। অভিষেকের কথায়, যতজন উপস্থিত তারা সবাই যদি তৃণমূল (TMC) প্রার্থী শান্তিরাম মাহাতর পক্ষে ভোট দেন, তাহলে বিজেপির (BJP) দুনম্বরি নেতার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, তাতে পুরুলিয়ায় দুর্গম এলাকা বলে কিছু নেই। রেলমন্ত্রী থাকাকালীন মমতাই পুরুলিয়া থেকে কোটশিলা রেলপথটিকে ডবল লাইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এতদিনে তার কাজ হচ্ছে। এদিন দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে করা অভিষেকের জনসভা পরিণত হয়েছিল জনসমুদ্রে। সভাস্থল তো বটেই তার আশপাশের এলাকাতেও তিল ধারণের জায়গা ছিল না। পুরুলিয়া লোকসভার সাতটি বিধানসভা থেকে মানুষের এসেছিলেন ভিড় করে। ধামসা, মাদোলের বোলে ঝুমুর গানে প্রিয়নেতাকে স্বাগত জানাই পুরুলিয়াবাসী।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই গরমের মধ্যেও যাঁরা দুপুরে এই সভায় উপস্থিত হয়েছেন, তাঁরা ভাষণ শুনতে, বা নেতাদের দেখতে আসেননি, তাঁরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, বিজেপির অনুন্নয়নের জবাব দিতে লোকসভা নির্বাচনে ৪নম্বর বোতাম টিপে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতকে জেতাবেন। অভিষেক যেখানেই রোড শো করছেন, সেখানেই জনপ্লাবন। জনসভাতেও উপচেয পড়ছে ভিড়। পুরুলিয়া আসনটি গতবার জিতেছিল বিজেপি। তবে এদিনের সভার ভিড় তৃণমূল নেতৃত্বকে নিঃসন্দেহে আশা যোগাচ্ছে।

 

আরও পড়ুন- ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ

 

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...