Thursday, August 21, 2025

বিবাহবহির্ভূত সম্পর্কে জেরেই হাওড়া স্টেশনে রক্তারক্তি! শেষরক্ষা হল না রিভুর

Date:

Share post:

শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হল হাওড়া স্টেশনে আক্রান্ত মহিলার। আর তদন্তে নেমে পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জেরেই এই কাণ্ড। ধৃত মুঙ্গেশ যাদবকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা ১০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ধৃতের।

বুধবার, ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, স্ত্রী রিভু বিশ্বাস ও ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে যান বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস। তাঁদের সঙ্গে ছিলেন পূর্ব পরিচিত মুম্বইবাসী মুঙ্গেশ যাদব। মুম্বইয়ে তাঁর পরিবার নিয়ে থাকেন পিন্টু। একটি হোটেলে (Hotel) একসঙ্গে কাজ করেন পিন্টু ও মুঙ্গেশ। ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে চা খাওয়া সময় পিন্টুকে ওষুধ কিনতে পাঠান মুঙ্গেশ। অভিযোগ, সেই সময় পিন্টুর স্ত্রী রিভুকে ছুরি নিয়ে আঘাত করেন অভিযুক্ত। মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ-সহ অন্যান্য যাত্রীরা। কিন্তু সেই সময় মুঙ্গেশ ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখান বলে অভিযোগ। পরে তাঁকে ধরে ফেলে আরপিএফ। অভিযুক্তকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Dist Hospital) ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত মুঙ্গেশ জানান, মুম্বইয়ে থাকাকালীনই রিভুর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। রিভু দুই সন্তানের মা। তবে, মুঙ্গেশকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন ওই মহিলা। এই প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা তাঁর থেকে ওই মহিলা নিয়েছিলেন বলে অভিযোগ ধৃতের। কিন্তু আচমকা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন রিভু। আর সেই রাগেই হাওড়া স্টেশনের ভিতরে প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে জেরায় জানান মুঙ্গেশ। ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পাশাপাশি, রিভুর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...