Tuesday, May 6, 2025

দিল্লিতে বিকল্প সরকার তৈরি হবে, আদায় হবে বাংলার সব দাবি: দৃপ্ত ঘোষণা মমতার

Date:

Share post:

দিল্লিতে বিকল্প সরকার সরকার তৈরি হবে, আদায় হবে বাংলার সব দাবি। জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হুগলি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়া মাঠের প্রচার সভা থেকে এই কথা জানান তৃণমূল সুপ্রিমো। তবে, এই সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

এদিন, তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, এই লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিদায় নেবে মোদি সরকার। তিনি বলেন, “দিল্লির (Delhi) কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলার আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। একশো দিনের কাজে অসুবিধা না হয়“। রাজ্যের দাবি আদায়ে এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে, একই সঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে, চিজ ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।“

মমতা বলেন, “বিজেপি বাংলাকে চায় না। বাংলাকে ভালবাসে না। বিজেপির জেতার অঙ্ক নেই। সন্দেশখালির চক্রান্ত দেখলেন তো। চক্রান্ত করে রেগে যাচ্ছে। যা খুশি করে জিততে চাইছে বিজেপি।“ বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি কোনও কাজ করেনি। জিতলে ১৫ লক্ষ দেবে বলেছিল বিজেপি, কিন্তু দেয়নি। এই সব মোদির ভাঁওতা। চাকরিও দেওয়া হয়নি ছেলেমেয়েদের। টোটালটাই ভাঁওতা। আমি ওঁর নাম দিয়েছি প্রচারবাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যে কোনও পোশাক পরে ছবি তুলে ফেলবেন। ছবি তুলতে আর প্রচার করতে ভালবাসেন।“

তৃণমূল সুপ্রিমোর কথায়, “আপনারা জানেন একটি নির্বাচনে রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় দায়বদ্ধতা দেখে। আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করি। লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। না বলেও অনেক কাজ করেছি।“





spot_img

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...