হাওড়ায় যে পথ বাকি ছিল সন্ধেয় ফের সেখানে পদযাত্রা মমতার, আপ্লুত স্থানীয়রা

এখান দিয়ে পদযাত্রা হয়নি খবর পেয়ে আমি আবার এসে পদযাত্রা করলাম।

নির্বাচনের আগে কোনও এলাকার মানুষের ভাবাবেগকে ছুঁয়ে যেতে বাকি রাখেননি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়াতেও তার ব্যতিক্রম হল না। বর্ণাঢ্য রোড শোতে জনপ্লাবনের সাক্ষী থাকার পরেও বাকি ছিল কিছু পথ। সন্ধ্যায় ফের সেই পথে আবার পদযাত্রা করলেন মমতা।

সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় আবার হাওড়ায় আসেন। হাওড়া ময়দানের বাঙালবাবুর ব্রিজ পেরিয়ে সিইএসসির অফিসের সামনে থেকে জিটি রোড ধরে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এলাকাবাসীদের উদ্দেশ্যে জানান, ‘আমাকে প্রথমে এই পথের কথা বলা হয়নি। পরে এখান দিয়ে পদযাত্রা হয়নি খবর পেয়ে আমি আবার এসে পদযাত্রা করলাম।’ তখনও তাঁকে দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়েছিল।

রোড শোয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালবাবুর ব্রিজ পেরিয়ে সালকিয়া এসি মার্কেট, গোলাবাড়ি থানার সামনে দিয়ে গিয়ে পিলখানা মোড় থেকে ডানদিকে বেঁকে চৌরাস্তার আগে জটাধারী পার্কের কাছে আসেন। এরপর ফিরে যান। সন্ধ্যায় ফের হাওড়ায় এসে সিইএসসি অফিসের সামনে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মমতা আবার এসে এখানে পদযাত্রা করায় বেজায় খুশি এলাকার বাসিন্দারাও।

Previous articleপ্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা, শোক প্রকাশ রাজনৈতিক মহলের
Next articleতৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন না মোদি, ২০০ পৌঁছানোর জন্য স্ট্রাগল বিজেপির: কুণাল