Tuesday, November 11, 2025

শুভেন্দুর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি!অভিজিৎ নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) ফের দুর্নীতিপরায়ণ, সুবিধাবাদী বলে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করার পর, স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে কার্যত ধুয়ে দেন জয়প্রকাশ। তমলুকের বিজেপি প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালি ঘটনার কথা টেনে বলেন, “রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও?” হলদিয়া কাঁথি ও এগরায় আজ, বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

দলের সুপ্রিমোকে উদ্দেশ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো। তিনি হাইকোর্টে বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন। বিচারপতির চেয়ারে বসে পয়সা নিয়েছেন শুভেন্দু অধিকারির কাছ থেকে। সেইমতো রায় দিয়েছেন। আজ এটা প্রমাণিত। তিনি নিজেই বলেছেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে নেগোশিয়েশন করেছিলেন। কী সেই নেগোশিয়েশন? কীভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন বিজেপির কাছে সেটা জানা প্রয়োজন। ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা, দুর্নীতি পরায়ণ, সুবিধাবাদী এক চরিত্র হিসেবে।”

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...