মালদহে (Malda) বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১২ জনের, আহত একাধিক। বাজ পড়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন প্রশাসনের তরফে আহতদের সাহায্য করা হবে। ইতিমধ্যে মালদহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকশীকে ফোন করে নির্দেশ দিয়েছেন শোকার্ত পরিবারগুলির পাশে থাকতে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই শুক্রবার আব্দুর রহিম আহতদের দেখতে মালদহ মেডিক্যাল কলেজে যান। সুবিধা অসুবিধায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। সম্পূর্ণ বিষয়টির প্রত্যেক মুহূর্তের খোঁজ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জেলা নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজ খবর চালাচ্ছেন তিনি।