Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) সম্প্রতি ভারতীয় দলের নতুন কোচের জন্য বিজ্ঞাপণ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে আর থাকবেন না রাহুল দ্রাবিড়। তাই নতুন কোচের সন্ধানে বিসিসিআই। আর এরই মধ্যে সূত্রের খবর, রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড কোচের জন্য কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) অবসরের কথা জানিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতর বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে শেষবার দেশের জার্সি গায়ে দেখা যাবে ভারত অধিনায়ককে। তবে তারআগে ফের একবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল। জানালেন কেন অবসর নিচ্ছেন তিনি। পাশাপাশি এও জানালেন অবসরের পরের দিন খুব কাঁদবেন।

৩) প্রেমের প্রস্তাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। শুনে অবাক হলেন? হ্যাঁ ঠিকই শুনছেন, প্রেমের প্রস্তাব দিলেন কেকেআরের লাজুক রিঙ্কু। তবে এখানে রিঙ্কু প্রেমের প্রস্তাব দেন সতীর্থ নীতীশ রানাকে। যদিও গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে। যেটি জানিয়েছেন নীতীশ নিজেই।

৪) চলতি আইপিএল-এ দল ব্যর্থ হলেও আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এদিন সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে SKY। ষষ্ঠ স্থানে রয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম দশে নেই আর কোন ভারতীয় ব্যাটার।

৫) টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ নিজেকে মেলে ধরতে না পারলেও টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছেন তিনি। হার্দিকের সুযোগ পাওয়া নিয়ে উঠছিল প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বললেন, কেবল আইপিএলের ফর্ম দেখে দল নির্বাচন করা যায় না।

আরও পড়ুন: Breakfast news : ব্রেকফাস্ট নিউজ