ঠিক যেন একুশ সালের বিধানসভা ভোটের ছবি। নিয়ম করে রাজ্যে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার ৮ দফা নির্বাচনের প্রচারে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন মোদি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। থেমে যেতে হয়েছিল ৭৭-এ ! যা নিয়ে এখনও কটাক্ষ শুনতে হয় বঙ্গ বিজেপি নেতাদের।

লোকসভা নির্বাচনের মধ্যেও একই ছবি। চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ঠিক আগে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনে রাজ্যে পাঁচটি সভা করার কথা রয়েছে মোদির। ২০ মে, সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে ১৯ মে অর্থাৎ আগামিকাল রবিবার আসছেন মোদি।


রবিবার তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদি। এর পরে ২০ মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনও পর্যন্ত বাংলায় ১৬ টি সভা করেছেন মোদি।
