প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদকে এবার নোটিশ পাঠালো ঝাড়খণ্ড বিজেপি। লোকসভা নির্বাচনে কাজে যোগ না দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি হল জয়ন্ত সিনহার নামে। যদিও লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে চিঠি দিয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যহতি চেয়েছিলেন জয়ন্ত সিনহা। অন্যদিকে জয়ন্ত সিনহার ছেলে আশির সিনহা কংগ্রেসের মঞ্চে ওঠার পর সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে বিজেপি, ধারণা রাজনৈতিক মহলের।

ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার পুত্র আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে একটি নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয় প্রার্থী হিসাবে হাজারিবাগ কেন্দ্র থেকে মনীশ জয়সওয়ালকে দাঁড় করানোর পর থেকেই নির্বাচনের কাজে যোগ দিচ্ছেন না জয়ন্ত সিনহা। এমনকি তিনি ভোট দেননি বলেও অভিযোগ করা হয় নোটিশে। তাঁর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করা হয়।

১৯৯৬ সালের পর থেকে প্রথমবার ঝাড়খণ্ডের হাজারিবাগ কেন্দ্র থেকে সিনহা পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই দলের কাছে নির্বাচনের কোনও রকম কাজ থেকে অব্যহতি চেয়েছিলেন জয়ন্ত। আবার কংগ্রেসের লোকসভা নির্বাচন প্রচারে আশির সিনহাকে দেখা যাওয়ার পর জয়ন্ত সিনহার বিজেপি ছাড়ার সম্ভাবনাও প্রবল হচ্ছে। বিজেপির পক্ষ থেকে সোমবার নোটিশ পাঠিয়ে দুদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।
