মন ভাল নেই টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের (Koneenica Banerjee)! আজ তাঁর জন্মদিন (Koneenica Banerjee’s birthday) অথচ সাত সকালে সব ছেড়ে ছুটতে হলো হাসপাতালে। কেন? আসলে অভিনেত্রীর মা অসুস্থ। দেড় মাস ধরে চেন্নাইয়ে চিকিৎসার পর কলকাতায় ফেরার দশ দিনের মাথায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। প্রত্যেক বছর মায়ের হাতে তৈরি পায়েস খেয়ে জন্মদিন পালন করেন কনীনিকা। কিন্তু এ বছরটা ব্যতিক্রম। তাই মঙ্গলবার এর জন্য আলাদা করে কোনও প্ল্যানিং করেননি অভিনেত্রী।

কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টালিগঞ্জের(Tollywood actress) অন্যতম ব্যস্ত অভিনেত্রী। পরিচালকদের মতে তাঁকে যেমন চরিত্র দেওয়া হয় তিনি ঠিক সেরকম ভাবে অভিনয় ফুটিয়ে তোলেন। কখনো ‘হামি’ সিনেমাতে কাউন্সিলর স্বামীর দাপুটে গিন্নির চরিত্রে দেখা যায় তাঁকে, আবার ‘মুখার্জীদার বউ’য়ের মতো সিনেমায় একেবারে ব্যতিক্রমী অভিনয় ঘরানা তুলে ধরতে পারেন। হাস্যরসের চরিত্র হোক কিংবা নেগেটিভ সত্ত্বা, টালিগঞ্জের প্রথম সারির পরিচালকদের পছন্দের তালিকায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিনেত্রী গত কয়েক মাস ধরে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। সন্তান হিসেবে মাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখাটা কঠিন, তাই আজকের জন্য বিশেষ কোনও উদযাপনের আয়োজন করেননি অভিনেত্রী।