Friday, August 22, 2025

মাঝ আকাশে বিরাট বিপত্তি, সিঙ্গাপুর এয়ারলাইন্সে মৃত যাত্রী!

Date:

Share post:

প্রবল প্রাকৃতিক ঝঞ্ঝায় (turbulence) বিমান পড়ার ফলে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী (Singapore) একটি বিমানে। ব্যাংককে (Bangkok) বিমানটির জরুরি অবতরণ করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। যদিও প্রাকৃতিক ঝঞ্ঝায় (turbulence) পড়া বিমানের ওই যাত্রীর মৃত্যু কীভাবে হল তার সঠিক কারণ প্রকাশিত না হলেও মৃতের শরীরে জোরালো আঘাতের চিহ্ন স্পষ্ট। ওই বিমানের আরও প্রায় ৩০ জন যাত্রী আহত হন ঝঞ্ঝার কারণে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি লন্ডনের হিথরো (Heathrow) বিমানবন্দর থেকে সোমবার বিকালে রওনা হয়। বিমানে ২১১ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে সেটা প্রাকৃতিক ঝঞ্ঝার (turbulence) শিকার হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে (Suvarnabhumi International Airport) জরুরি অবতরণ করে। থাইল্যান্ড প্রশাসনের সহযোগিতায় আহতদের অ্যাম্বুল্যান্সের হাসপাতাল নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

বিমানের যাত্রীরা বর্ণনা করেন, হঠাৎই বিমানটি অনেকটা উপরের দিকে উঠে যায়। অল্প সময়ের মধ্যেই সেটি এক ঝটকায় নিচে নেমে যায়। যে সব যাত্রীরা সিটবেল্ট (seat belt) পরে ছিলেন না তাঁদের অনেকেরই মাথা বিমানের ছাদের দিকে ঠুকে যায়। আবার অনেকেই লাগেজের তাকে জোরালো আঘাত পান। এই ঘটনার পরই বিমান বিশেষজ্ঞরা দাবি করছেন, এই জন্যই বিমান কর্তৃপক্ষ সিটবেল্টের ব্যবহার করতে বলেন। তাঁরা যেটা বলেন সেটা যে বিনা কারণে নয়, এই ধরনের ঘটনায় সেটা আরও একবার প্রমাণিত হল।

যদিও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিমানের পড়া কোনও নতুন ঘটনা নয়। তবে এভাবে মৃত্যুর ঘটনা বিরল। যদিও আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি পৃথিবীর উষ্ণতা (Global warming) যত বাড়ছে তত আকাশে প্রাকৃতিক ঝঞ্ঝার প্রবণতা বাড়ছে। ফলে বিমানের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ার ঘটনা বাড়ার আশঙ্কা করছেন তাঁরা।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...