Sunday, January 11, 2026

বিজেপির পক্ষে প্রচার করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আজ, বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই অভিযোগ জানিয়েছেন।

জানা গিয়েছে, আনন্দ বোসের তিনটি ছবি কমিশনে জমা দিয়েছে তৃণমূল। যেখানে রাজ্যপাল বোসের কাঁধে রয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ সম্বলিত একটি গেরুয়া উত্তরীয়। তৃণমূলের দাবি, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি রামমন্দিরে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ ব্যাজ দেখা গিয়েছে আনন্দ বোসের গলায় ঝোলানো উত্তরীয়তে, যা নির্বাচনী বিধিভঙ্গ এবং পরোক্ষে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া।

কমিশনকে নালিশ চিঠিতে তৃণমূল লিখেছে, “১৯৯৩ সালে হিমাচল প্রদেশের তৎকালীন রাজ্যপাল গুলশের আহমেদের বিরুদ্ধে ভোটে নিজের ছেলেকে জেতাতে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছিল। কমিশন তৎপর হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন।” পাশাপাশি, ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজস্থানের তৎকালীন রাজ্যপাল কল্যাণ সিং প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোটদানের আর্জি জানিয়েছিলেন। কমিশন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুধু বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার নয়, রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। অবিলম্বে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে।

এদিন ফের এই ইস্যুতে রাজ্যপালকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্যপালের পোশাকে বিজেপির ব্যাজ লাগানো ছবি প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল এটার ব্যাখ্যা দিন- তিনি বিজেপির ব্যাজ পরেছিলেন না পরেননি। যদি পরে থাকেন, তাহলে সেই সময় তিনি রাজ্যপাল পদে ছিলেন কি না। যদি থেকে থাকেন, তাহলে এক মিনিটও তাঁর ওই পদে থাকা উচিৎ নয়। এটা নির্বাচন কমিশনেরও দেখা উচিৎ।

আরও পড়ুন- বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...