Saturday, August 23, 2025

বিজেপির পক্ষে প্রচার করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আজ, বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই অভিযোগ জানিয়েছেন।

জানা গিয়েছে, আনন্দ বোসের তিনটি ছবি কমিশনে জমা দিয়েছে তৃণমূল। যেখানে রাজ্যপাল বোসের কাঁধে রয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ সম্বলিত একটি গেরুয়া উত্তরীয়। তৃণমূলের দাবি, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি রামমন্দিরে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ ব্যাজ দেখা গিয়েছে আনন্দ বোসের গলায় ঝোলানো উত্তরীয়তে, যা নির্বাচনী বিধিভঙ্গ এবং পরোক্ষে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া।

কমিশনকে নালিশ চিঠিতে তৃণমূল লিখেছে, “১৯৯৩ সালে হিমাচল প্রদেশের তৎকালীন রাজ্যপাল গুলশের আহমেদের বিরুদ্ধে ভোটে নিজের ছেলেকে জেতাতে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছিল। কমিশন তৎপর হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন।” পাশাপাশি, ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজস্থানের তৎকালীন রাজ্যপাল কল্যাণ সিং প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোটদানের আর্জি জানিয়েছিলেন। কমিশন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুধু বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার নয়, রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। অবিলম্বে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে।

এদিন ফের এই ইস্যুতে রাজ্যপালকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্যপালের পোশাকে বিজেপির ব্যাজ লাগানো ছবি প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল এটার ব্যাখ্যা দিন- তিনি বিজেপির ব্যাজ পরেছিলেন না পরেননি। যদি পরে থাকেন, তাহলে সেই সময় তিনি রাজ্যপাল পদে ছিলেন কি না। যদি থেকে থাকেন, তাহলে এক মিনিটও তাঁর ওই পদে থাকা উচিৎ নয়। এটা নির্বাচন কমিশনেরও দেখা উচিৎ।

আরও পড়ুন- বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

 

spot_img

Related articles

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...