Sunday, January 11, 2026

আজ দক্ষিণে প্রচার মমতার, জয়নগর-বারাসতে জোড়া সভা অভিষেকের

Date:

Share post:

আজ দক্ষিণ ২৪ পরগনায় তিন তিনটে সভা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন তিনি প্রথমে মথুরাপুর লোকসভা (Mathurapur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী ঘোষের সমর্থনে সাগর বিধানসভায় জনসভা করবেন মমতা। সকাল সাড়ে দশটায় সাগরে সভা করবেন মমতা। এরপরই সকাল সাড়ে ১১টা নাগাদ রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সভা (Campaign) রয়েছে মমতার। সেখানকার সভা সেরে জয়নগর (Jaynagar) লোকসভা কেন্দ্রে। সেখানে প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে দুপুর সাড়ে ১২টা নাগাদ ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে প্রচারসভা রয়েছে তাঁর। শেষ দফার ভোটে আগামী ১ জুন ভোট হবে এই দুই কেন্দ্রে।

অন্যদিকে, এদিন দু’টি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা জয়নগর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জয়নগর বিধানসভা এলাকায় সভা করবেন অভিষেক। দুপুর ৩টে নাগাদ মগরাহাট পূর্বের হলুদবেড়িয়ার মাঠে তাঁর সভা হওয়ার কথা। এরপর তিনি যাবেন বারাসত লোকসভা কেন্দ্রে। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো করবেন অভিষেক। বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপা ডালি মোড় পর্যন্ত বিকেল ৪ টে নাগাদ পথসভা সারবেন তিনি। শেষ দফার ভোটে আগামী ১ জুন জয়নগর ও বারাসতে ভোট। আর তার আগে মমতা, অভিষেকের সভা ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো।


spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...