Wednesday, November 5, 2025

শনির সকালে ভ্যাপসা গরম, আজই তৈরি হবে ঘূর্ণিঝড়! তৈরি প্রশাসন

Date:

Share post:

দুর্যোগের প্রহর গুনছে বাংলা। শনিবারের সকাল থেকেই উত্তাল সাগর, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানমন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় রবিবার মধ্যরাতে ১০০-১২০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী সাইক্লোন(Cyclone)। বঙ্গোপসাগরে আজই গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের পথে এগোতে চলেছে। উপকূলে সতর্ক প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে। জেলায় অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলার (NDRF) তিনটি বাহিনী রয়েছে কাকদ্বীপ, সাগর এবং গোসাবায়। উপকূল এলাকার প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্রতটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ কাকদ্বীপ মহকুমার ফেরি সার্ভিস। রবি ও সোমবার দু’দিনই দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।গত ছ’ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়েছে নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে তা এখন ৩৮০ কিলোমিটার দূরে। ক্যানিং থেকে দূরত্ব ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে মধ্য – বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। । ২৬ তারিখ দিনভর বৃষ্টির (Rain)পূর্বাভাস রয়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে।২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas) আছড়ে পড়েছিল বাংলা-ওড়িশার উপকূলীয় অঞ্চলে। এবারও সেই ২৬ মে ধেয়ে আসছে ‘রেমাল’।

 

spot_img

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...