সন্তানের সাফল্যে গর্বিত হন সব বাবা-মা। এটা যেমন সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তেমনি ব্যতিক্রমী নন সেলিব্রেটিরাও। তাইতো নিজের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত ‘ক্রিকেটের ঈশ্বর’ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সমাজমাধ্যমে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) পোস্ট করলেন মেয়ের কীর্তি। স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন সারা (Sara Tendulkar) । সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন ও অঞ্জলি (Sachin Tendulkar & Anjali Tendulkar)। সেই মুহূর্তের টুকরো ছবি নেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মাস্টার ব্লাস্টার।

সাম্প্রতিক সময়ে বারবার সারা তেন্ডুলকরের নাম নিয়ে মিডিয়া এবং সমাজ মাধ্যমে আলোচনা হয়েছে। তার অন্যতম কারণ ভারতীয় ক্রিকেটার শুভমনের (Shubhman Gill) সঙ্গে সারার সম্পর্কের রসায়ন। দুজনের কেউই অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি কিন্তু ‘প্রিন্স অফ ক্রিকেট’- এর খেলার সময় গ্যালারিতে সচিন কন্যার উপস্থিতি যেন অজান্তেই বলে গেছে অনেক কথা। শুভমন অবশ্য ‘প্রেমিকা’র সাফল্য নিয়ে কোন মন্তব্য করেননি। সারার সমাবর্তন অনুষ্ঠানের কিছু দৃশ্য এবং অঞ্জলি ও সারার একটি ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সচিন লেখেন, “খুব সুন্দর একটা দিন। আমাদের মেয়ে সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের মেডিসিন বিভাগ থেকে ‘ক্লিনিকাল ও পাবলিক হেল্থ নিউট্রিশন’-এ স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছে। বাবা-মা হিসাবে তোমাকে এত দিন পরিশ্রম করতে দেখেছি। তাই আমরা গর্বিত। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। আমরা জানি, তুমি নিজের সব স্বপ্ন সত্যি করবে।”
