রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, রাজ্যের সমস্ত সরকারী স্কুল গরমের ছুটির পর আগামী ৩ জুন খুলতে চলেছে। তবে নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষা দফতর জানিয়েছেন, আপাতত স্কুল খুলছে না, ১০ জুন থেকে ছাত্র ছাত্রীরা স্কুল যাবে এবং পঠন পঠন শুরু হবে। ফলে বাড়ল গরমের ছুটির মেয়াদ! আপাতত খুলছে না স্কুল।


আজ, সোমবার স্কুল শিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকায় জানালো হয়েছে, ৩ জুন থেকে শিক্ষক–শিক্ষিকারা স্কুল আসবেন। তবে, লোকসভা ভোটের জন্য একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ৯ জুনের আগে স্কুলগুলিতে পঠন পাঠনের পরিস্থিতি তৈরি হবে না। তাই ১০ জুন থেকেই ছাত্র-ছাত্রীরা ক্লাস করবে।

প্রসঙ্গত, ১ জুন শেষ হচ্ছে রাজ্যে সাত দফার ভোট গ্রহণ। ম্যারাথন লোকসভা নির্বাচনের পর ৩ জুনই স্কুল খোলার প্রস্তুতি নিয়েছে স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে। ইতিমধ্যেই তা নির্দেশ দিয়েছে রাজ্য। ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা? বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।