Friday, November 28, 2025

বহিরাগতরা আসে-যায়, বিপদে ঘরের ছেলেই পাশে দাঁড়ায়: BJP-কে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ভোটের সময় আসে বিজেপির ভোটপাখিরা। কিন্তু সারাবছর পাশে থাকে তৃণমূল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুরে মঙ্গলবার প্রচারসভা করেন সাংসদ-প্রার্থী তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, যখন বিপদ হয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়। রেমালে দুর্গতদের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বহিরাগত বিজেপি দেখা পাওযা যায়নি। একই সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ। জানান, গত ১০ বছরে তিনি ৫৫৮০ কোটি টাকার কাজ করেছেন। আগামী ১০ হাজার কোটি টাকার কাজ করবেন।

অভিষেক (Abhishek Banerjee) জানান, যে কোনওকাজ শুরু করার আগে তিনি ডায়মন্ড হারবারে আসেন। তাঁর কথায়, এখানে আমি ভোট চাইতে আসিনি। কারণ, এই কেন্দ্রে আমার পরিবারের বৃহত্তর অংশ। পরিবারের কাছে কেউ ভোট চায় না। এই বিষ্ণুপুরের কাছে ঘরের ছেলে অভিষেকের আবদার বিষ্ণুপুরে ৭০ হাজারের বেশি ব্যবধান করতে হবে।

এরপরেই বিজেপির বিরুদ্ধ তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, কোভিডের সময় কমিউনিটি কিচেন খুলে তিনি স্থানীয় মানুষদের খাবারের ব্যবস্থা করেন। আমফানে পাশে দাঁড়ান। রেমালে দুর্যোগর মধ্যেও সোমবার সন্ধেয় দুটি ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের খোঁজ নেন। কোনও প্রয়োজন আছে কি না জানতে চান। তাঁর কথায়, যখন বিপদ হয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়। কিন্তু বহিরাগতদের দেখা মেলে না।

সিপিএম আমলের কালোদিনের কথা স্মরণ করে অভিষেক বলেন, সেই সময় স্থানীয়রা ভোট দিতে পারতেন না। বাড়িতে গিয়ে ধমক-চমক দেওয়া হত। কিন্তু এখন তৃণমূল জমানায় তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান। দেশের মধ্যে ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি ব্যবধানে জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল প্রার্থী।







spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...