Wednesday, January 14, 2026

আবার পল্টুরাম! নীতীশকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তেজস্বীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পর ফের পল্টুরাম হতে পারেন নীতীশ কুমার। এমনটাই ইঙ্গিত দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শুধুমাত্র ফাঁকা আওয়াজ নয়, রীতিমত যুক্তি দিয়ে সদ্য ঘটা করে এনডিএ-র সঙ্গে জোট বাঁধা জেডি (ইউ) প্রধান আবার সেই জোট ছাড়তে পারেন, এমনটাই দাবি তেজস্বীর। বারবার দল বদল করতে সিদ্ধহস্ত নীতীশ এই পর্যায়ে আরজেডির হাত ছাড়ার পরে তাঁর সঙ্গে আর কখনও জোটে যাবেন না বলে জানিয়েছিলেন তেজস্বী ও লালু। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবেন তাঁরা, তার জন্য পল্টুরামের দিকেই তাকিয়ে অপেক্ষা করতে হবে তাঁদেরও।

নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি বিরোধী জোটে তৃণমূলের অবস্থান ও তা নিয়ে আরজেডি-র প্রতিক্রিয়া চাওয়া হয় তেজস্বী যাদবের কাছে। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত প্রতিবেশী বাংলায় ‘একটা বড় চমক’ অপেক্ষা করছে বিজেপির জন্য। তৃণমূলের অবস্থান নিয়ে তাঁর দাবি, তৃণমূল I.N.D.I.A. জোটের শরিক। সেই প্রসঙ্গে তিনি নিজেই টেনে আনেন ‘চাচাজি’ নীতীশের প্রসঙ্গ।

বিজেপির সঙ্গে নীতীশের গাঁটছড়ায় এক লহমায় উপমুখ্যমন্ত্রীর গদি হারিয়েছিলেন তেজস্বী। তারপরে তাঁকে ইডি দিয়েও দমিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল কেন্দ্রের স্বৈরতান্ত্রিক সরকার। কিন্তু দীর্ঘ প্রায় একদশকের রাজনীতিতে পোড় খাওয়া তেজস্বী সসম্মানে সেই জিজ্ঞাসাবাদের বেড়াজাল ছিঁড়েও বেরিয়ে এসেছেন। সেই তেজস্বীই নির্বাচনের শেষ দফার আগে মুখ খুললেন নীতীশকে নিয়ে।

তিনি বলেন, “আমি আমার ‘চাচাজি’ সম্পর্কে কিছু সংযোজন করতে চাইব। কেন্দ্র থেকে নির্বাচনে হেরে এনডিএ-র বিদায়ের পরে তিনি একটা বড় পদক্ষেপ নিতে পারেন।” কিন্তু তিনি পল্টুরাম হলে আরজেডি কী তাঁর সঙ্গে নতুন করে সম্পর্কে উৎসাহী হবে? সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কেন পুরোনো অবস্থানে নীতীশ ফিরে আসতে পারেন তার ব্যাখ্যায় তেজস্বীর দাবি, “এই মুহূর্তে, আমার দূরদৃষ্টি বলছে তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। যার পিছনে রয়েছে নিজের দল এবং তাঁর ওবিসি-র পক্ষে চলার নীতিকে বাঁচানো।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...