Sunday, August 24, 2025

ধ্যানে বসুন, সংবাদমাধ্যমে প্রচার করলেই কমিশনে নালিশ: মোদিকে তুলোধনা মমতার

Date:

Share post:

লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন। মঙ্গলবার, একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার, যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের হয়ে বারুইপুরের প্রচার সভা থেকে এই নিয়ে মোদিকে তুলোধনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে পথে প্রচারের জন্যেই এই ছক বলে অভিযোগ। এটি নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা হলে, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানান মমতা।লোকসভা ভোটের প্রচার শেষের পর তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানে বসবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বিষয়কে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “লোকে যখন পুজো করেন, তখন ক্যামেরার সামনে করেন? উনি সমুদ্রের হাওয়া খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।“

মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতি বার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি।“ খোঁচা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “সমুদ্রের উপর একটা ভাল জায়গা। ওখানে লোকে ঘুরতে যান, স্বামীজি খুব ভালবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে।“

রেমাল নিয়েও মোদিকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লি থেকে তিনি সাইক্লোনের উপর নজর রেখেছেন। তাঁকে কটাক্ষ করেন মমতা বলেন, “উনি নাকি বলছেন সাইক্লোন আটকেছেন। রাজপ্রাসাদে বসে কাকদ্বীপের স্লাইকোন আটকেছেন। আমরা সারা রাত রাস্তায় থেকে দুর্যোগ মোকাবিলা করলাম, আর এখন উনি বলছেন স্লাইকোন আটকেছেন।“ তীব্র আক্রমণ করে মমতা বলেন, “কাকদ্বীপ থেকে মিটিং করে উনি বলছেন বাঁধের টাকা দিয়েছেন, তৃণমূল নাকি খেয়ে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাঁধের জন্য একটা টাকাও দেয়নি।“ এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, “আমার আজ এখানে সভা করার কথা ছিল না। তবে পরে মনে হল, বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার প্রয়োজন আছে। তাই এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি।“







spot_img

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...