Monday, January 12, 2026

সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

গোল করে রেকর্ড গড়াই যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাজ। ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা। আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিতে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড। সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। ২০১৮-১৯ মরসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। ক্লাবটির জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ৪৪টি।এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

সোমবার রাদে প্রথম দুইটি গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালে জড়ান। নেপথ্যে নায়ক রোনাল্ডো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরও একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি। আর আল নাসর ম্যাচ জেতে ৪-২ গোলে।এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার কৃতিত্ব অর্জন করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশ ইংল্যান্ড এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব, স্পেন এর রিয়াল মাদ্রিদ, ইতালির জুভেন্টাস ক্লাব এবং সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড করেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাঁচ নম্বর দেশে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানির ক্লাব বায়ের লেভারকুসেনের সঙ্গে এমনটাই জল্পনা।





 

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...