সব মিলিয়ে আড়াই মাসেরও বেশি সময়, এমন ম্যারাথন লোকসভা নির্বাচন অতীতে দেখেনি দেশ। সাত দফা নির্বাচনের বাকি আর এক দফা। আগামী শনিবার, ১ মে শেষ হচ্ছে “ভোট সপ্তমী”! গণনা ৪ জুন। তবে এখন থেকেই জোর জল্পনা, কার দখলে দিল্লি। আগামী ৫ বছর কারা দেশ শাসন করবে? দিল্লিতে কি এবারও মোদী সরকার? এমনই আলোচনা চলছে ট্রেনে, বাসে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে, অফিস – কাছারিতে!

দেশের সাট্টা বাজারের আনুমানিক ফলে কিন্তু পালাবদলের কিছুটা ইঙ্গিত মিলেছে! একনজরে দেখে নেওয়া যাক, লোকসভা ভোটের ফলাফল নিয়ে কী বলছে সাট্টা বাজারগুলি —-


*কলকাতা সাট্টা বাজার*

কংগ্রেস- ১২৮


ইন্ডিয়া জোট- ২২৮

বিজেপি-২১৮

এনডিএ-২৬১

*ফালোদি সাট্টা বাজার*

কংগ্রেস- ১১৭

ইন্ডিয়া জোট- ২৪৬

বিজেপি-২০৯

এনডিএ-২৫৩
*পালানপুর সাট্টা বাজার*
কংগ্রেস-১১২
ইন্ডিয়া জোট- ২২৫
বিজেপি-২১৬
এনডিএ-২৪৭
*কার্নাল সাট্টা বাজার*
কংগ্রেস- ১০৮
ইন্ডিয়া জোট- ২৩১
বিজেপি-২৩৫
এনডিএ-২৬৩
*ভোহরি সাট্টা বাজার*
কংগ্রেস- ১১৫
ইন্ডিয়া জোট- ২১২
বিজেপি-২২৭
এনডিএ-২৫৫
*বেলগাম সাট্টা বাজার*
কংগ্রেস-১২০
ইন্ডিয়া জোট- ২৩০
বিজেপি-২২৩
এনডিএ-২৬৫
*বিজয়ওয়াড়া সাট্টা বাজার*
কংগ্রেস- ১২১
ইন্ডিয়া জোট- ২৩৭
বিজেপি-২২৪
এনডিএ-২৫১
*ইন্ডোর সারাফা*
কংগ্রেস- ৯৪
ইন্ডিয়া জোট- ১৮০
বিজেপি-২৬০
এনডিএ-২৮৩
*আহমেদাবাদ চোখা বার*
কংগ্রেস- ১০৪
ইন্ডিয়া জোট- ১৯৩
বিজেপি-২৪১
এনডিএ-২৭০
*সুরাত মাঘহোবী*
কংগ্রেস- ৯৬
ইন্ডিয়া জোট- ১৮৬
বিজেপি-২৪৭
এনডিএ-২৮২
যদিও এখনও দেশজুড়ে এক দফার নির্বাচন বাকি। ১ জুন সন্ধ্যা ৬টার পর বিভিন্ন সংস্থাগুলি বুথ ফেরৎ সমীক্ষা সামনে আনবে। সেখান থেকেও ফলাফলের কিছুটা আভাস মিলবে। তবে জনতার রায় কোন দিকে, সেটা জানার জন্য ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।