অভিনব উদ্যোগ! সংশোধনাগার থেকে নাটকের মঞ্চে আবাসিকরা

নাটকের শহর বালুরঘাটের নাট্য চর্চা থেকে বাদ নেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরাও। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করলেন নাটক ‘ভুশুন্ডির মাঠে’। সংশোধনাগারের আবাসিকদের মঞ্চস্থ ওই নাটকের প্রশংসা গোটা বালুরঘাট জুড়ে।

প্রসঙ্গত, বালুরঘাটের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে বালুরঘাটের সাহেব কাছারি এলাকার নূপুর নৃত্যালয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা ‘ভুশুন্ডির মাঠে’ নাটকটি মঞ্চস্থ করেন। কেউই জন্ম লগ্ন থেকে অপরাধী হিসেবে তৈরি হয় না। পারিপার্শ্বিক পরিস্থিতি, কিছু খারাপ মুহূর্ত মানুষকে অপরাধী করে তোলে। দোষী সাব্যস্ত হলে সাজা প্রাপ্ত অবস্থায় সংশোধনাগারে দিন কাটান আবাসিকরা। অনেকেই বিচারাধীন অবস্থাতেও এখানে কার্যত বন্দি থাকেন। যার ফলে সামাজিকতার দিক থেকে তারা অনেকটাই ক্রমশ পিছিয়ে পড়েন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য নানারকম প্রচেষ্টা করছে সংশোধনাগার কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে এদিন সংশোধনাগারের একাধিক বন্দি মিলিত হয়ে শিল্পী সত্তার পরিচয় দিলেন।

উদ্যোক্তা সংস্থার কর্ণধার তাপসী মন্ডল বিশ্বাস বলেন, ‘সংশোধনাগারের আবাসিকদের মধ্যে সংস্কৃতি মনোভাব গড়ে তুলতে এমন পদক্ষেপ। ২০১২ সাল থেকে আবাসিকদের নিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমার দুজন শিক্ষার্থী আমার সঙ্গে এই কাজ করেন। যারা মুক্ত পরিবেশে ঘুরছে তারা যেমন সুযোগ-সুবিধা পায়, বন্দীদেরও সেই সুযোগ দিতে চাই।’ নাটক মঞ্চস্থ হওয়ার পর থেলে শহর জুড়ে প্রশংসার ঝড় বইছে।

নাট্যকর্মী পঙ্কজ মহন্ত বলেন নাটক সমাজের আয়না, সাজা শেষে সমাজ জীবনের মূল স্রোতে ফিরে আসতে নাটক অন্যতম মাধ্যম। তিনি বলেন দলগত এই শিল্পে সামাজিক দায়বদ্ধতা তৈরী হবে। দর্শক বিশ্বদীপ নন্দী বলেন আমরা মুগ্ধ, আবাসিকরা অসাধারণ অভিনয় করেছে। পাশাপাশি তিনি বলেন আবাসিকদের নাটক মঞ্চস্থ করবার সহযোগীতার জন্য বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে আমরা কুর্ণিশ জানাই। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের মুখ্য নিয়ন্ত্রক সৌরভ সরদার জানান, ‘সংশোধনাগারে কিছুটা হলেও আবাসিকরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এই বিচ্ছিন্নতা কাটাতে এই উদ্যোগ। তাদের মধ্যে সামাজিক পরিমণ্ডল তৈরি করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। নূপুর নৃত্যালয় বেশ কয়েকজন আবাসিকদের এই নাটকের জন্য বেছে নিয়েছেন। এমন অনুষ্ঠানের পরে আশা করছি সংশোধনাগার থেকে বেরিয়ে মানুষের সাথে মিশতে তাদের সুবিধা হবে।’

আরও পড়ুন- শনিবার রাজ্যে হাই ভোল্টেজ নির্বাচন! তৎপর কমিশন, ভোট সপ্তমীতে মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী