Friday, January 30, 2026

বাংলায় ভোটদানের নিরিখে শীর্ষে বসিরহাট, বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণ ২৪ পরগনায় 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উৎসবের মেজাজে বাংলায় ভোটের আমেজ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে প্রতিদানের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৫৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার, সেখানে ভোটদানের হার ৩১.৫১ শতাংশ।

রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোটদানে স্বতঃস্ফূর্ত যোগদান সাধারণ মানুষের। বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি ধরা পড়েছে যাদবপুর, ভাঙ্গড়, জয়নগর, মথুরাপুর এবং উত্তর কলকাতার কিছু বুথে। বরানগরে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপি এবং বাম প্রার্থীর বিরুদ্ধে। বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং গায়ে হাত তোলেন বলে অভিযোগ।দমদম লোকসভার অন্তর্গত তেঘরিয়া শশীভূষণ হাইস্কুলে বামপ্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের, যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখানে পৌছে অবস্থা সামাল দেয়। বসিরহাটের সন্দেশখালির খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারুইপুরে বিক্ষোভের মুখে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। বালিগঞ্জে বুথের মধ্যে সায়রা শাহ হালিমের সামনেই সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠেছে, বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। ডায়মন্ড হারবারের ফলতার দিঘিরপাড় বাজারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এলাকার মানুষ বলছেন বিপদের সময় পাশে থাকে তৃণমূল কংগ্রেস অথচ তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগানো থেকে শুরু করে বাংলার টাকা আটকে রাখা সবটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে বিজেপি। এই অভিযোগ তুলে তাঁরা অভিজিৎ দাসের গাড়ি আটকে গো ব্যাক স্লোগান দেন। এদিন ভোটের দায়িত্বে ভাঙড়ে গিয়ে আহত ৭০ এবং ৭১ নম্বর বুথের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের কর্মী এম আই খান। এসএসকেএম ট্রমা কেয়ারে আনা হচ্ছে বলে খবর ।

অন্যদিকে হাসিমুখে তারকা প্রার্থী থেকে সাধারণ মানুষের ভোট দেওয়ার ছবিটাও ধরা পড়েছে। বসিরহাটে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। নিজের কেন্দ্রে এ বারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র।

এদিন সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। বাংলার সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত মোট ৭১৫টি অভিযোগ জমা পড়ল কমিশনে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার-

 

দমদম- ২৪.৮৩ শতাংশ

বারাসত -২৭.৮৬ শতাংশ

বসিরহাট -৩২.৫৭ শতাংশ

জয়নগর – ৩০.২৫ শতাংশ

মথুরাপুর- ৩০.৫০ শতাংশ

ডায়মন্ড হারবার – ৩১.৫১ শতাংশ

যাদবপুর – ২৬.৫৯ শতাংশ

কলকাতা উত্তর – ২৪.০২ শতাংশ

কলকাতা দক্ষিণ – ২৪.০২ শতাংশ


 

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...